স্বেচ্ছাসেবক লীগ জহিরুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবিতে রবিবার কুমিল্লার বরুড়া পৌর বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, এবিএম রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল, আবুল কাসেম, ফারুক আহমেদ ভূঁইয়া ও নিহতের বড় ভাই মো. জোবায়ের হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নিহত জহিরুল ইসলাম বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার জিনসার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম গত ২৬ নভেম্বর দুপুরে পাশের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটে দুই পক্ষের বিরোধ মেটাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর