চাঁদপুর জেলা পুলিশ আয়োজিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা-২০২০ প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ লাইন ড্রিল সেডে এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান।
এ সময় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও শহীদ পুলিশ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অব.) মুক্তিযোদ্ধা শাহআলম বকাউল, বীর মুক্তিযোদ্ধা (অব.) কনস্টেবল আ. মোতালেব, মৃত কনস্টেবল আব্দুল করিম ভূঁইয়ার কন্যা শাহনাজ পারভীন, অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত কনস্টেবল সেকান্দর আলীর পুত্র ফরহাদ আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের কন্যা রেবেকা সুলতানা, অবসরপ্রাপ্ত এএসআই আমির হোসেন, মোহাম্মদ ইউসুফ, চাঁদপুর প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারদের কাছে অবদানের স্বীকৃতি হিসেবে ৫৯ জনকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। শহীদ পুলিশ সদস্যদের মধ্যে মৃত ৩৭ জন, জীবিত ২২ জন।
বিডি প্রতিদিন/আল আমীন