মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন-সমাবেশের আয়োজন করেন ওই ঘটনায় নিহত পরিবারের সদস্যসহ নগরীর নিসবেতগঞ্জ এলাকার মানুষজন।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা বলরাম মহন্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, অ্যাডভোকেট লুৎফুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাকারিয়া জাকির, অজয় কুমার দুলু প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও এর ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এ অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র, কৃষক, দিনমজুরসহ সকল পেশার স্বাধীনতাকামী মানুষ। এ সময় ক্যান্টনমেন্ট থেকে গোটা দশেক জিপ বেরিয়ে আসে এবং মিছিল লক্ষ্য করে শুরু হয় একটানা মেশিনগানের গুলিবর্ষণ। মাত্র পাঁচ মিনিটে চারদিক নিস্তব্ধ হয়ে যায়। হাজারো লাশ পড়ে থাকে মাঠে। ওই দিন স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা আজও শহীদের স্বীকৃতি পায়নি। তারা অবিলম্বে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন