জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ ও মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে র্যাব-৯। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন র্যাব-৯ মেজর আহমেদ নোমান জাকি।
মেজর মেজর আহমেদ নোমান জাকি বলেন, উদ্বোধনী দিনে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কে ১০০ গাছ লাগানো হয়েছে। এ কর্মসূচি সপ্তাহব্যাপী পালন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন এএসপি আফসার-আল-আলম, স্থানীয় ইউপি সদস্য চান্দ আলীসহ র্যাবের কর্মকর্তা ও সাংবাদিকগন।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ