যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রয়েছে।
বুধবার ভোলার মনপুরা উপজেলায় ৪তলা বিশিষ্ট আধুনিক নবনির্মিত ডাকবাংলো ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জ্যাকব বলেন, শেখ হাসিনার সাহসী ও দূরদর্শিতার কারণে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধি করেছে। এই সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি উন্নত হবে।
তিনি আরও বলেন, করোনা মহামারির সময়ও আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এরই মধ্যে দেশের প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মেট্রো রেল ও পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিচ্ছিন্ন দ্বীপ ও চরে সরকারের ব্যাপক উন্নয়ন কাজ চলমান।
বিডি প্রতিদিন/এমআই