গোপালগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জরিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের জগারচর গ্রামের ইনু খাঁ-র স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ জেলা সদর থেকে আসা একটি পিকআপ ভ্যান ওই নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন এবং গাড়ির চালক আহত হন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন