মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের ৫ উপজেলায় ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৭৮৭টি ঘর আগামী ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল মাহামুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান, এনডিসি মিলন সাহা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর