২৫ জানুয়ারি, ২০২১ ১৪:৪৬

কনকনে শীতে নীলফামারীতে স্থবির জনজীবন

নীলফামারী প্রতিনিধি:

কনকনে শীতে নীলফামারীতে স্থবির জনজীবন

হাড় কাঁপানো কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। উত্তরের হিমেল বাতাস আর গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। 

ডিমলা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, আজ সোমবার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিমবায়ু সক্রিয় থাকায় প্রতিনিয়ত এই এলাকায় বাড়ছে কুয়াশাপাত। রবিবার মধ্য রাতের পর থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের মতো ঝরেছে কুয়াশাপাত। দুপুরের পর সুর্যের দেখা মিললেও ছিল না কোন উত্তাপ। কুয়াশার ঘনত্বের কারনে দৃষ্টিসীমা একেবারে কমে এসেছে। 

দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তবে শ্রমজীবী মানুষ আর ক্ষেত মজুররা জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজে নেমেছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর