আখাউড়ায় ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মো. ছিদ্দিক মিয়া (৮০) নামে ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী। নিহত ছিদ্দিক আদমপুর গ্রামের মৃত নুর বকসের ছেলে। তবে তিনি ভারতেই স্থায়ী ভাবে বসবাস করেন।
নিহতের ভাই ইদ্রিস মিয়া জানান, ছিদ্দিক অনেক আগেই ভারতে চলে যান। তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করতেন। সম্প্রতি তিনি দেশে আসেন। বুধবার ভোরে তার ঘরে ঢুকে দেখি সিলিং পাখার সাথে ঝুলছে ছিদ্দিকের মরদেহ। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছিদ্দিক।
আখাউড়ার ওসি রসুল আহমদ নিজামী জানান, ছিদ্দিকের দুই ছেলে ভারতে এবং দুই ছেলে থাকেন বাংলাদেশে। দুই ছেলের সাথে দেখা করতেই তিনি দেশে আসেন। প্রাথমিকভাবে ছিদ্দিক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।বিডি প্রতিদিন/এ মজুমদার
আপনার মন্তব্য
পরবর্তী খবর