মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)।
শুক্রবার ভোরে গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তাপারের সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাত ট্রাক ওই দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন