টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার দুপুরে ফরিদপুর জেলা ছাত্রলীগ ও মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম বিন হাদ নীড়, সহ-সভাপতি সাদিকুর রহমান সবুজ, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐশিকা, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীমসহ জেলা ও মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর