দেশের অন্যান্য জেলার মতো লক্ষ্মীপুরেও পৌঁছাল করোনা ভাইরাসের ৬০ হাজার ডোজ ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফ্রিজার গাড়িতে পাঠানো এসব ভ্যাকসিন রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে পৌঁছায়।
জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় আইএলআর ফ্রিজে এসব টিকা সংরক্ষণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়:নিষ্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের এসব ভ্যাকসিন দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল