বাগেরহাটের মোরেলগঞ্জে স্কাউট ইউনিট লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করেন।
জেলা স্কাউটস্ কমিশনার ও লিডার ট্রেইনার মো. আসাদুল কবির, উপজেলা স্কাউটস্ সহসভাপতি আব্দুল হান্নান, কমিশনার মো. আবু সালেহ, সম্পাদক প্রভাত কুমার মিস্ত্রী কচুয়া উপজেলা স্কাউটস্ সম্পাদক সুনয়না রায় সময় উপস্থিত ছিলেন। পাঁচ দিনের এ ইউনিট লিডার বেসিক কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন মো. কামরুল ইসলাম, শেখ বেলাল হোসেন ও মো. শহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন