র্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা নাটোর ও সিরাজগঞ্জ শহরে পৃথক অভিযান চালিয়ে নকল স্বর্ণের মূর্তিসহ ৩ জন প্রতারক ও দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো প্রতারক চক্রের সদস্য নাটোরের সিংড়া থানার শাহীন আলী (৩৩), রাশেদুল ইসলাম (২৬) ও সুফিয়া বেগম (৫২) এবং ইয়াবা ব্যবসায়ী সিরাজগঞ্জ শহরের দরগা রোডের সেলিম মিয়া (৩৫) ও সয়াগোবিন্দ মহল্লার রুবেল পারভেজ (২৩)।
র্যাব-১২ মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাবের একটি দল নাটোরের পিপুলসন গুচ্ছ গ্রামে অভিযান চালায়। এসময় নকল মূর্তি ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করা হয় এবং প্রতারকদের কাছ থেকে সাতটি নকল সোনার মূর্তি, স্বাক্ষরকৃত স্ট্যাম্প, তিনটি চাকু, একটি চাপাতি ও এক টাকা মূল্যের ৪৭০টি কয়েন উদ্ধার করা হয়।
তিনি জানান, চক্রটি দীর্ঘদিন নকল মূর্তির উপর স্বর্ণের প্রলেপ দিয়ে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে টাকা আত্মসাত করতো।
তিনি জানান, এছাড়াও র্যাবের আরেকটি দল রাতে সিরাজগঞ্জ শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে ২৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দুটি ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা