ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বিস্কুট উৎপাদন করায় ঝিনাইদহ শহরের ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ ৫০হাজার টাকা, বাঘাট মিষ্টান্ন ভান্ডারকে ৮০ হাজার টাকা, হীরা বেকারীকে ৮০ হাজার টাকা ও গোডাউনে নকল কসমেটিক্স মজুত করায় শৈলকূপার মোস্তফা কসমেটিক্সকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল