ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মাদ্রাসা মাঠ সংলগ্ন রেল সড়কে। তিনি বালিয়াচরা গ্রামের বাসিন্দা। তিনি আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত রহমান কাজীর ছেলে।
আলগী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াচরা গ্রামের বাসিন্দা বাকলেচ হরকরা বলেন, সলেমান কাজী পেশায় দিন মজুর। তিনি ২ ছেলে ও ৪ মেয়ের বাবা। তিনি কানে কম শুনতেন। শনিবার সকালে স্ত্রীকে সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মেয়ে বাড়ি (মেয়ের শ্বশুর বাড়ি) আম ও দুধ নিয়ে রওনা হয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। স্ত্রী তার থেকে শতাধিক গজ পিছনে ছিলেন। এরমধ্যে পেছন দিক রেল আসে। কানে কম শোনায় ট্রেন আসা খেয়াল করেননি। ঘটনাস্থলেই স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ভাঙ্গার বালিয়াচরা গ্রামে সলেমান কাজী নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএ