মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের একদিন পর আব্দুল জলিল শিকদার (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত অফিস সহকারীর মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল জলিল উপজেলার মাঝের কান্দি গ্রামের বাসিন্দা এবং উপজেলা প্রকৌশল দপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে আব্দুল জলিল শিকদার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরদিন সকালে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মেয়ে লিপি বেগম বলেন, ‘আমার বাবার সঙ্গে সবসময় টাকা থাকত, ধারণা করছি টাকার জন্যই তাকে হত্যা করা হয়েছে।’
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মরদেহের অবস্থান ও অবস্থা দেখে এটি ‘হত্যাকাণ্ড’ বলেই মনে হচ্ছে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ