কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন এর স্বপ্নতরী পার্কের সামনে মহাসড়কে বাসের সঙ্গে নোহা গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার বিকালে রামুর স্বপ্নতরী পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নাসির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়। তবে হতাহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত