দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে সিরিয়ার নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই প্রতীক উন্মোচন। এবং শহরের প্রধান প্রধান চত্বরে দেশব্যাপী উদযাপন অনুষ্ঠিত হয়।
বাথ পার্টির দশকের দশকের শাসন থেকে দেশটি একটি নতুন রাজনৈতিক পর্যায়ে রূপান্তরিত হওয়ার সময় এই ঘোষণাটি আসে।
রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, আহমেদ আল-শারা নতুন প্রতীকটিকে ‘একটি ঐক্যবদ্ধ, অবিভাজ্য সিরিয়া’র প্রতিফলন হিসাবে বর্ণনা করেছেন।
শারা বলেন, আজ আমরা যে পরিচয়টি চালু করছি তা সিরিয়ার নতুন ঐতিহাসিক পর্যায়কে প্রতিফলিত করে। সোনালি ঈগল থেকে এই অনুপ্রেরণা নেয়া, যা শক্তি, সংকল্প, গতি, নির্ভুলতা এবং উদ্ভাবনের প্রতীক।
সোনালি ঈগলটি পূর্ববর্তী বাজপাখির প্রতীকের জায়গা নিয়েছে। সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বর্ণনা অনুসারে জনগণের মুক্তির প্রতিনিধিত্বকারী তিনটি তারা রয়েছে এর শীর্ষে।
ঈগলের পাঁচটি লেজের পালক সিরিয়ার প্রধান ভৌগোলিক অঞ্চল- উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং কেন্দ্রের প্রতীক, যেখানে এর ১৪টি ডানার পালক দেশের ১৪টি প্রদেশের প্রতিনিধিত্ব করে, প্রতিটি প্রদেশ ১৪ বছরের বিপ্লবের স্থিতিস্থাপকতার গল্প বলে।
বিডি প্রতিদিন/নাজমুল