গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় লোকনাথ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া সিন্দুক বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম। এর আগে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই দোকানে চুরির এ ঘটনা ঘটে।
লোকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী রঞ্জন প্রসাদ জানান, দীর্ঘদিন থেকে এখানে স্বর্ণের ব্যবসা করে আসছি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে সকালে তার স্ত্রী বাসার ময়লা ফেলতে এসে দেখেন দোকানের তালা ভাঙা। পরে এসে দেখি ড্রয়ারে থাকা নগদ টাকা ও বিভিন্ন গ্রাহকের তৈরি করা স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, রাতের কোনো এক সময়ে এই জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আমরা মাত্র ঘটনাস্থলে পৌঁছালাম। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে বলা যাবে, প্রকৃত ঘটনা এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ কত।
তিনি বলেন, দোকানের সিন্দুকটি দুপচাঁচিয়া এলাকার পুলিশ উদ্ধার করেছে। আমরা সেটি নিয়ে আসবো। তবে এটি ডাকাতি নয়, চুরি
বিডি প্রতিদিন/এমআই