মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসেরর টিকা নিয়েছেন জেলা প্রশাসক এস. এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নার্সিং কলেজের হল রুমে তারা টিকা নেন।
এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলায় কর্নেল মালেক মেডিকেল কলেজে ১টি, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১টি ,পুলিশ হাসপাতালে ১টি এবং ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে করোনা ভ্যাকসিনের কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের টিকা প্রয়োগে ৩৭টি টিম কাজ করছে।
বিডি প্রতিদিন/ফারজানা