সারা দেশের মতো পটুয়াখালী জেলায় একযোগে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। আজ রবিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
পটুয়াখালীতে প্রথম টিকা গ্রহণ করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবদুল মতিন। ১৭ ক্যটাগরির মানুষকে টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে পটুয়াখালী জেলায় ৪৮ হাজার মানুষকে টিকা দেয়ার জন্য ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগির আলম শিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা