মাগুরায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে । মাগুরায় প্রথম টিকা নিলেন ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু । মাগুরা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রবিবার সকাল ১১টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের ২য় তলায় এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
এ সময় প্রমুখ উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন উল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ।
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের ২য় তলায় এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন হলো । মোট ৮ টি বুথে এ টিকাদান কার্যক্রম চলবে । প্রতিটি বুথে টিকা প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন সিনিয়র স্টাফ নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী রেডক্রিসেন্ট কর্মী কাজ করবে। প্রথম ধাপে যাদের বয়স ৫৫ বছরের উপরে শুধু তাদেরই আমরা টিকা দিচ্ছি । টিকা দেওয়ার পর তাদের নিবিড় পর্যাবেক্ষণ করা হবে । প্রথমদিনে ১৫০ জনকে টিকা দেওয়া হবে । পরবতীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
বিডি প্রতিদিন/আল আমীন