বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৩ বছর কারাবন্দী দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরে বিক্ষোভ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জামিলুর রশীদ খান, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সদস্য সচিব এস এ কবীর জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল, মোতালেব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় শরীফ ফেরদৌস, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ মাহমুদ হারেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপি আহবায়ক কমিটি ও সকল অংগসংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
বিডি প্রতিদিন/ফারজানা