মানিকগঞ্জে তিনদিনে করোনাভাইরাসের টিকা নিলেন ১৭শ ৭৭ জন। গত ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই ৬২৬ জন জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। গতকাল এবং আজ দুইদিনে ১ হাজার ১৫১ জন টিকা গ্রহন করেছেন। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, তিন দিনে ১৭৭৭ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৩২ জন নারী ১৩শ ৪৫ জন পরুষ।
মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে বলে তিনি জানান। গত ৭ ফেব্রুয়ারি সকালে ডিসি, এসপি ও সিভিল সার্জনকে টিকা প্রদানের মধ্য দিয়ে মানিকগঞ্জে এই কার্যক্রমের সূচনা হয়।