বগুড়ার গাবতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মা।
নিহতরা হলেন- গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুণি প্রামাণিকপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম (৬০) ও তার ছেলে মুন্না মিয়া (৩৫)। গুরুতর আহত মুন্নার মা মনোয়ারা বেগমকে (৫৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাবা ও রাতে ছেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এর আগে বিকালে উপজেলার পেরীরহাট এলাকায় গাবতলী-বাগবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর রাতে মুন্না মিয়া মারা গেছেন। মা মনোয়ারা বেগম চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন