মানিকগঞ্জের হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ও আরোহী দু'জনেই নিহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় মানিকগঞ্জ ঝিটকা সড়কের কৌড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মোঃ জহিরুল ইসলাম (২৭) সে উপজেলার গালা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। শাহ আলম (২৩) পিতা ইউনুছ, তার বাড়ি উপজেলার ঘুনি গ্রামে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ