চতুর্থ ধাপে রাজবাড়ীর দুইটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী পৌরসভা এবং গোয়ালন্দ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তবে গোয়ালন্দ উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার ইভিএমের মাধ্যমে ভোটদানের পদ্ধতি জানাতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুশীলন ভোটের আয়োজন করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সরোয়ার আহম্মেদ সালেহীন। ভোটিং মেশিন নিয়ে নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্র্রে উপস্থিত থাকলেও ভোটারের উপস্থিতি ছিলো হাতেগোনা।
রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে অনুশীলন ভোটে তথ্য সংগ্রহকালে দেখা যায়, নির্বাচনী কর্মকর্তা উপস্থিত থাকলেও ভোটার নেই। ৭নং কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে ১৯৮৫ জনের ভোটারের বিপরীতে অনুশীলন ভোট দিয়েছেন মাত্র ৫৫ জন। অনুশীলনে ভোটার উপস্থিতি কম ছিলো অনান্য কেন্দ্রগুলোতে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আহম্মেদ সালেহীন বলেন, ইভিএমের মাধ্যমে ভোটদান শেখাতে আমরা ব্যাপাক প্রচার প্রচারণা চালিয়েছি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ