প্রতিবছরের ন্যায় এবারেও নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জাতে অনুষ্ঠিত হয়েছে লুর্দের রানী মা মারিয়া তীর্থোৎসব। শুক্রবার দিনব্যাপী এই উৎসবের মধ্যে ছিল যপমালা প্রার্থনা, মহা খ্রিস্টযাগ, ঝরনার পানি আশীর্বাদ, বৈঠকি গান ও ভোজ। ‘করোনামুক্ত পৃথিবীর জন্য মা মারিয়ার অনুগ্রহ প্রার্থনা’ ছিল এবারের তীর্থোৎসবের মূল উদ্দেশ্য।
এদিন সকাল সাড়ে ৮টায় যপমালা প্রার্থনার পর মহা খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। রাজশাহী ক্যাথলিক খ্রিস্টান ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এই খ্রিস্টযাগ পরিচালনা করেন।
এসময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপলীর প্রধান পাল-পুরাহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু, ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, ফাদার নবীন পিউস কস্তা, ফাদার রহিত ম্রংসহ অন্যান্য ফাদাররা।
খ্রিস্টযাগ শেষে ঝরনার পানি আশীর্বাদ ও পরে গির্জা মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্য বৈঠকি গানে অংশ নেয় বনপাড়া ও ভবানীপুর ধর্মপলীর দুই দল শিল্পী। তীর্থোৎসবে উপজেলার বিভিন্ন ধর্মপলীর থেকে ৩ সহস্রাধিক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই