পিরোজপুরে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হানিফ খানের সমর্থকদের ওপর রাত ৮টার দিকে কদমতলা বাজারে হামলা চালায় প্রতিপক্ষরা। তখন হামলায় সাইদুল সেখ, মনির, সেন্টুসহ পাঁচজন আহত হয়। এর মধ্যে সাইদুল সেখের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসতিয়াক আহম্মেদ জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাইদুল সেখ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আরও আহত চারজনের দুই জনকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ