ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে মঙ্গলবার দুপুরে গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। আটককৃত মাদক পাচারকারী হলেন নুর চান (৬৮)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চাঁনপুর গ্রামের কুড়েপাড় এলাকার মৃত তোফা চানের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে অভিনব পন্থায় মাদক পাচারকালে তোফা চান নামের এক মাদক পাচারকারীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত গাঁজার মূল্য প্রায় ২০ হাজার টাকা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার