দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেছেন, দেশ ও সমাজের প্রাণ যুবশক্তি রক্ষায় মাদকের সাথে আমাদের কোনো আপোষ নেই। জিরো টলারেন্স। মাদক মুক্ত সমাজ গড়তে আমরা কাজ করবো। পাশাপাশি মাদক ব্যবসায়ী চক্রের ভয়ানক অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এসব কথাগুলো বলেছেন।
অনুষ্ঠানে মাদক ও আইন শৃংখলাসহ সাংবাদিকরা জেলার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, অসংগতি তুলে ধরে বক্তব্য রাখেন। সমস্যা ও সম্ভাবনার চিত্র ব্যাখা করে পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন এএসপি দিনাজপুর সদর সার্কেল সুজন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/আল আমীন