বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া শাখা। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টায় জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ।
আরও বক্তব্য দেন জেলা ছাত্র মৈত্রীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিহাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশা ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রী সদস্য দীপ্ত তানিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই