ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শাল বাগানে দিন দুপুরে চলছে হাউজি খেলা। আজ শনিবার দুপুরে উপজেলার শাল বাগানে এলাকায় মাইকিং করে এ খেলার আয়োজন করেন প্রভাবশালী মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনকে তোয়াক্কা না করে দিন দুপুরে শাল বাগানে বৃত্ত হয়ে চেয়ারে বসে হাউজি খেলছেন যুবকরা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রায় শাল বাগানে হাউজি খেলা হয়। এ খেলাটি আয়োজন করেন একটি প্রভাবশালী মহল। তারা এই হাউজি খেলায় লাখ লাখ টাকা বাণিজ্য করে। শাল বাগানে হাউজি খেলা চালু করায় শিক্ষার্থী, দিনমজুর, রিকশাওয়ালাসহ সববয়সী মানুষ মেতে উঠেছে হাউজি খেলায়। যুব সমাজের পাশাপাশি তরুণ শিক্ষার্থীরাও মেতে উঠেছে এ খেলায়। এভাবে চলতে থাকলে সমাজে নানাভাবে এর বিরূপ প্রভাব পড়তে পারে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, শাল বাগানে হাউজি খেলার বিষয়ে আমরা জানি না। স্থানীয়দের মুখে শুনেছি যে বাগানে হাউজি খেলা হচ্ছে। ঘটনা স্থলে গিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।
বিডি প্রতিদিন/আবু জাফর