নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দিবাগত রাতে সৈয়দপুরের গোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আগুনে একটি মোটরসাইকেল পুড়ে গেছে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৫-৬টি মোটরসাইকেল।
জানা যায়, শনিবার মধ্য রাতের পর সৈয়দপুর গোলাহাট এলাকায় আওয়ামী লীগ প্রার্থী রাফিকা আখতার জাহান বেবী ও জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলমের সমর্থকদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
জাতীয় পাটির প্রার্থী সিদ্দিকুল আলম জানান, পথসভা শেষে ফেরার পথে আওয়ামী লীগের সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা করেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মুমিন বলেন, জাতীয় পার্টির পথসভায় আওয়ামী লীগ প্রার্থীকে গালাগালিজ করায় দলীয় সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই