চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে থেকে ১ হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ একরামুল হক (২৭) নামে একজনকে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত একরামুল হক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামের এজাবুল হকের ছেলে।
জানা যায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিয়ালমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ১ হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ একরামুল হককে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        