মাদারীপুরের শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদারীপুরের সকল উপজেলা প্রশাসন, সকল ইউনিয়ন ,শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ৪ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিসনের সহযোগিতায় পদ্মা সেতুর টোল প্লাজা থেকে পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।
পরে টোল প্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শিবচরের কাঁঠালবাড়ি এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোল প্লাজায় এসে শেষ হয়। পরে পাঁচটি গ্রুপে ৩ জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া, অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন),মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন