৭ মার্চ, ২০২১ ১৯:৪৮

সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সিরাজগঞ্জের পুলিশ প্রশাসন ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করেছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিকেল তিনটায় একযোগে জেলার সকল থানায় ৭ মার্চ ও আনন্দ উদযাপন করা হয়। প্রতিটি থানায় কেক কাটা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানায় ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মজনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিআরপি থানার ওসি মো. সাজ্জাদ হাসেন, এসআই আমিরুল ইসলাম, রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, ব্যবসায়ী আল-আমিন সেখ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর