সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক শ্বশুর উপজেলার পুর্নিমাগাতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লা প্রামানিকের ছেলে মানিক সেখ (৪০)। মঙ্গলবার ভোররাতে উল্লাপাড়া পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, গত ২৬ ফেব্রুয়ারি অটোভ্যান চালক মানিক বাড়িতে কেউ থাকার সুযোগ পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় লোকলজ্জার ভয়ে প্রথমে কিছু না বললেও ৮ মার্চ রাতে পুত্রবধূ বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে ধর্ষক মানিককে আটক করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন