যশোরের কেশবপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়। এদিকে জবানবন্দি গ্রহণের জন্য শনিবার দুপুরে শিশুটিকে যশোর আদালতে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের সাথে ক্ষেতে পেঁয়াজ তুলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার পথে কাঠাল বাগানের পাশে পৌঁছালে আব্দুর রহমান খোকন (৪০) নামের এক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার দিলে খোকন পালিয়ে যান।
বিষয়টি জানার পর শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা শিশুটিকে কেশবপুর থানায় নিয়ে যান। রাতে এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়। অভিযুক্ত খোকনের বাড়ি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, ধর্ষণ চেষ্টাকারীকে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর