নওগাঁয় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে শহরের দয়ালের মোড়ে অবস্থিত আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের নওগাঁ প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বাবুল আখতার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি মীর মোশারফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিম উদ্দীন।
এছাড়াও জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জিটিভির প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, কার্যনির্বাহী সদস্য ও দীপ্ত টিভির প্রতিনিধি আব্দুর রউফ রিপন, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুবাইদা খাতুনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা হয়। এর আগে প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল বাংলাদেশ প্রতিদিনের নওগাঁ জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/আল আমীন