ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের নিয়ে কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মিলনায়তনে এ পত্রিকার একযুগে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আবদুস সবুর কাজলের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বিলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, আবুল কাশেম শিকদার, মো. ইদ্রিস আলী, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, সমকালের সাংবাদিক আবুল কালাম, ইত্তেফাকের মুস্তাফিজুর রহমান শিমুল, দৈনিক নবচেতনার আফজাল হোসেন, নতুন সন্ধানে পত্রিকার মো. আরিফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন