দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশ ও মানুষের কথা বলে। যুগপূর্তিতে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা