সততা, ন্যায়নিষ্ঠা ও নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রকাশনার শুরু থেকে সমাজ বিনির্মাণে মানুষের দুর্দশা ও অসঙ্গতি তুলে ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রতিদিন নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই সংবাদপত্রটি দেশের লাখো মানুষের মুখপত্রে পরিণত হয়েছে। তাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন বক্তারা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পদার্পণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি মো. আয়ুবুল ইসলাম। সংবাদ সংস্থা ইউএনবির প্রতিনিধি দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকেই। এছাড়াও কক্সবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক