ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় পৌরসভায় কেক কেটে জন্মদিন পালনের সূচনা করা হবে। এরপর পৌরসভা চত্বরে আয়োজন করা হবে শিশুদের চিত্রাঙ্গনসহ নানা আয়োজন। দিনভর চলবে এ আয়োজন।
আর এসব প্রায় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। বিশেষ অতিথি থাকবেন পৌরসভার মেয়র গোলাম কবির।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ ভাবে পালনে আমরা ব্যাপক আয়োজন করেছি। বিকেল ৩টা প্রধান অতিথি বেনজীর আহমদসহ আমরা ১০০ কেজি ওজনের কেক কাটব। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন