চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের দেয়া তথ্যে আমার কাজগুলো অনেক সহজ হবে। সরকার বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। আশা করি নির্দিষ্ট সময়ে আগে আমাদের দেশ উন্নত হবে। এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত এসপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটর) মো. আসাদুজ্জামান, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া।
জেলার বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্ণন চন্দ্র সূত্র ধর, এএইচএম আহসান উল্যাহ, সাবেক সহসভাপতি আবদুর রহমান, রিয়াদ ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানে চাঁদপুর প্রেস ক্লাব ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন