ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আটো রাইস মিলের ছাঁইয়ের আগুনে দগ্ধ আরাফাত হোসেন (১১) অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। টানা ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মামা জামাল উদ্দিন।
এর আগে গত সোমবার উপজেলার বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অটো রাইস মিলের ফেলে রাখা ছাঁইয়ের আগুনে শিশু আরাফাত দগ্ধ হয়। এসময় তার শরীরের প্রায় ৮০ ভাগ পুরে যায়। দগ্ধ শিশু আরাফাত হোসেন পার্শ্ববর্তী কৈয়ারচালা গ্রামের সিএনজি চালক আয়নাল হকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সুরুজ বাঙ্গালী, নিয়ত আলী, মোফাজ্জল হোসেন মাস্টার, মফিজ উদ্দিন অভিযোগ করেন, সরকার অটো রাইস মিল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই অকালেই এক শিশুর প্রাণ দিতে হলো। এমনকি দগ্ধ হবার পরও মিল কতৃপক্ষ ওই শিশুটির কোনো খবর নেয়নি। তারা আরো অভিযোগ করেন, মিলটির বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার অভিযোগও দীর্ঘদিনের।
ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন