মাগুরা সদর উপজেলার পাথরা গ্রামে এক কিশোরীকে(১৫) ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ২ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
মামলার বাদি রফিক বিশ্বাস জানান, 'আমার ভাগ্নির সাথে স্থানীয় যুবক রাতুল হোসেনের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে অত্র এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে। দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কের ফাঁদে বিয়ের প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। রাতুল পরবর্তীতে বিয়ে না করতে নানা তালবাহানা করায় আমার ভাগ্নি তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এ অবস্থায় গত রবিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ছেলেটি তার বন্ধু রোমান হোসেনের (২০) সহায়তায় কৌশলে মেয়েটিকে পাথরা উত্তর পাড়া গ্রামের ফাঁকা মাঠে ডেকে মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে মুমুর্ষ অবস্থায় কলা বাগানে ফেলে রেখে তার বন্ধুসহ পালিয়ে যায়।'
পরবর্তীতে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, 'এ বিষয়ে রাতুল ও তার বন্ধু রোমানকে আসামি করে একটি ধর্ষণ মামলা হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা সস্পন্ন হয়েছে। আসামিদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির