বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে পুকুরে ডুবে যাওয়ার ১২ ঘণ্টা পর তৃষ্ণা বৈষ্ণব (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরীরা। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় সোমবার রাত ১১টার দিকে তৃষ্ণার মরদেহ উদ্ধার করে ডুবুরীরা। তৃষ্ণা ওই গ্রামের মৃত মানিক বৈষ্ণবের মেয়ে।
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস জানান, গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় তৃষ্ণা। পরে খেলার সাথীদের মাধ্যমে তৃষ্ণার পরিবার জানতে পারে সে (তৃষ্ণা) পুকুরে ডুবে গেছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ডুবুরীরা ওই পুকুরে তল্লাশি চালায়। দীর্ঘ প্রায় ১২ ঘন্টা তল্লাশির পর সোমবার রাত ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে শিশু তৃষ্ণার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার