হেফাজতের ডাকা হরতালের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর থেকে শুরু হয়ে আমুয়াকান্দা ব্রিজ পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফিরে পুনরায় বাসস্ট্যান্ড হয়ে শামসুল হক চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় মেয়র শশধর সেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন